4
February
2020
বাংলাদেশ ছয় ঋতুর দেশ, এই ছয়টি ঋতুকে কেন্দ্র করে সারা বছরই চলে বিভিন্ন অনুষ্ঠান। কিন্তু শীতকালটা একটু অন্যরকম কারণ এই সময়টাতে মানুষ যেমন উৎসবে মেতে উঠে, তেমনি সাধারণ মানুষের ভোগান্তিতেও পরতে হয়। তাপমাত্রা যখন অনুকূলে না থেকে কমে যায় তখন পরে তীব্র শীত। তাই প্রতিবারের মতো এবারও গত ২৫ জানুয়ারি ২০২০ইং শনিবার, উত্তরা ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিস ক্লাব এর পক্ষ থেকে আয়োজন করা হয় শীতার্তদের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ কর্মসূচী। উত্তরা ইউনিভার্সিটির সোশ্যাল সার্ভিস ক্লাবের সদস্যবৃন্দরা এবার শীতবস্ত্র ও কম্বল নিয়ে যায় পঞ্চগড় জেলার- হাজিদাবাদ ইউনিয়ন এবং সদর উপজেলার ১নং ওয়ার্ডে। সেখানে তারা শীতার্তদের মাঝে ২৫০টির বেশি কম্বল এবং চার বস্তা পুরাতন শীতবস্ত্র বিতরণ করতে সক্ষম হয়।
উত্তরা ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিস ক্লাবের এই কার্যক্রমটি ক্লাবের মডারেটর- সোনিয়া রেজিনা এবং মুহিদুল ইসলাম সহ সকল সদস্যবৃন্দের সক্রিয় ভূমিকা এবং সহযোগিতায় সফলভাবে সম্পন্ন হয়।