সুবিধাবঞ্চিত শিশু ও পথচারীদের মধ্যে ইফতার বিতরণ করল উত্তরা ইউনিভার্সিটির শিক্ষার্থীরা

26
April
2022

News&Events

পবিত্র মাহে রমজানে অন্যান্য বছরের মত এবারও উত্তরা ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিস ক্লাব এবং উত্তরা ইউনিভার্সিটি ব্লাড ডোনরস ক্লাবের উদ্যোগে সুবিধাবঞ্ছিত শিশু ও পথচারীদের মধ্যে বিগত ২৪শে এপ্রিল, ২০২২ (রবিবার) ইফতার বিতরণের কর্মসূচী গ্রহণ করা হয়। উত্তরা সেক্টর ৪ ও ৬ সংলগ্ন এলাকা এবং টংগী রেলওয়ে স্টেশনের ৫০০জন সুবিধাবঞ্চিত শিশু ও অসহায় পথচারীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

ক্লাবের সেচ্ছাসেবকেরা অক্লান্ত পরিশ্রম করে সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের মুখে একবেলা স্বাস্থ-সম্মত খাবার তুলে দেয়ার জন্য নিজেরাই সকল ধরণের প্রস্তুতি গ্রহণ করে যেখানে আর্থিক ও কতিপয় সামগ্রী অনুদান দিয়ে অংশগ্রহণ করে উত্তরা বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীগণ।

কর্তৃপক্ষের আন্তরিক সহযোগিতা ও ক্লাব মডারেটর দের দিকনির্দেশনার মাধ্যমে এই মহৎ উদ্যোগ সফলভাবে সম্পাদণ করা সম্ভব হয়।


Loading...