20
September
2021
সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন কর্তৃক ১৮ বছর এবং তদুর্দ্ধ শিক্ষার্থীদের কোভিড-১৯ ভ্যাকসিন প্রদানকল্পে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন এর একটি ওয়েবলিংক https://univac.ugc.gov.bd চালু করা হয়েছে। উত্তরা বিশ্ববিদ্যালয়ের যে সকল শিক্ষার্থীদের জাতীয় পরিচয় পত্র নেই তবে জন্ম সনদ রয়েছে সে সকল শিক্ষার্থীদের কোভিড-১৯ ভ্যাকসিন প্রদানের লক্ষ্যে উল্লিখিত ওয়েবলিংকে আগামী ২৭ সেপ্টেম্বর, ২০২১ তারিখের মধ্যে আবশ্যিকভাবে প্রাথমিক নিবন্ধনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য এ বিশ্ববিদ্যালয়ের সকল সম্মানিত ডিন, চেয়ারম্যান, কো-অর্ডিনেটর, সকল শিক্ষক ও সংশ্লিষ্ট কর্মকর্তাগণকে বিশেষভাবে অনুরোধ জানানো হলো।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের ই-মেইল এতদসঙ্গে সংযুক্ত।
ধন্যবাদান্তে,
কাজী মহিউদ্দিন
রেজিস্ট্রার
উত্তরা ইউনিভার্সিটি
জনাব
আপনার বিশ্ববিদ্যালয়ের ১৮ বছর এবং তদুর্দ্ধ শিক্ষার্থীদের কোভিড-১৯ ভ্যাকসিন প্রদানকল্পে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন এর ওয়েবলিংক https://univac.ugc.gov.bd চালু করা হয়েছে। যে সকল শিক্ষার্থীদের জাতীয় পরিচয় পত্র নেই তবে জন্ম সনদ রয়েছে সে সকল শিক্ষার্থীদের কোভিড-১৯ ভ্যাকসিন প্রদানের লক্ষ্যে উল্লিখিত ওয়েবলিংকে আগামী 27 সেপ্টেম্বর, 2021 তারিখের মধ্যে আবশ্যিকভাবে প্রাথমিক নিবন্ধনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হলো।
Best Regards,
Private University Division
University Grants Commission of Bangladesh
Plot No: E-18/A, Agargaon Administrative area
Sher-e-Banglanagar, Dhaka-1207