15
December
2022
আজ ১৪ ডিসেম্বর, শহীদ বুদ্ধিজীবী দিবস। প্রতিবছরের মতো এবারও উত্তরা বিশ্ববিদ্যালয় গভীর শ্রদ্ধাভরে এ দিনটিকে যথাযথ সম্মান ও মর্যাদার সঙ্গে স্মরণ করার লক্ষ্যে এক বিশেষ ভার্চুয়াল আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেছে। অনুষ্ঠানটি বিকেল ৩টায় শুরু হয়ে ৫টা পর্যন্ত চলে।
শহীদ বুদ্ধিজীবী দিবসের ভার্চুয়াল এ আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. এম আজিজুর রহমান । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উত্তরা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. ইয়াসমীন আরা লেখা।
শহীদ বুদ্ধিজীবী দিবসের ভার্চুয়াল এ আলোচনা অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন—
উত্তরা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ বেগম, অধ্যাপক হাসপিয়া বশিরউল্লাহ, ডিন, স্কুল অব আর্টস এন্ড সোশ্যাল সাইন্স, অধ্যাপক মো: খাইরুল ইসলাম খান, ডিন, স্কুল অব এডুকেশন এন্ড ফিজিক্যাল এডুকেশন এবং অধ্যাপক ড. মো: নুরুল আলম খান, ডিন, স্কুল অব সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং । এ সময় আলোচকরা তাদের আলোচনায় মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবসের ইতিহাস ও তাৎপর্য তুলে ধরেন।
অনুষ্ঠানের সভাপতি উত্তরা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জনাব কাজী মহিউদ্দিন কৃতজ্ঞতা ও সমাপনী বক্তব্য রাখেন।
স্বাগত বক্তব্য রাখেন মোঃ শফিউল আলম চৌধুরী, (ডিরেক্টর, অফিস অফ দা স্টুডেন্ট অ্যাফেয়ার্স, উত্তরা বিশ্ববিদ্যালয় )। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ইসলামিক স্টাডিস ডিপার্টমেন্ট এর সহযোগী অধ্যাপক ড. মো: শহিদুল ইসলাম । অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শেখ ফারহানা বিনতে আহমেদ, সিনিয়র লেকচারার, ডিপার্টমেন্ট অফ ই.ই.ই, উত্তরা ইউনিভার্সিটি । আয়োজনে: ডিরেক্টর অফিস অফ দা স্টুডেন্ট অ্যাফেয়ার্স (DOSA), উত্তরা ইউনিভার্সিটি ।