16
January
2021
গত ১২ জানুয়ারি ২০২১, মঙ্গলবার থেকে সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে, উত্তরা ইউনিভার্সিটির দুটি ভেন্যুতে চলছে এডমিশন উইকস ২০২১।
সেন্ট্রাল এডমিশন অফিস, বাড়ি ১, রোড ১২, সেক্টর ৬, উত্তরা হাউজ বিল্ডিং এবং মেইন ক্যাম্পাস বাড়ি ০৪, রোড ১৫, সেক্টর ৬, উত্তরা মডেল টাউন। প্রতিদিন সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬.৩০ মিনিট পর্যন্ত চলবে এই এডমিশন উইকস।
২০% থেকে ১০০% পর্যন্ত স্কলারশিপ এবং কোভিড-১৯ মহামারীর কারণে ৫০% ভর্তি ফি ছাড়ে বিবিএ, এমবিএ, ই এম বি এ, এম বি এ মেজর ইন একাউন্টিং, ফিন্যান্স, এইচ আর এম, মার্কেটিং, অ্যাপারেল মার্চেন্ডাইজিং এন্ড ফ্যাশন ম্যানেজমেন্ট (AMFM); বিএসসি ইন ফ্যাশন ডিজাইন (FDT), মার্চেন্ডাইজিং, সি এস ই, এম এস সি ইন সি এস ই, টেক্সটাইল, সিভিল, ই ই ই, ম্যাথ, ফিজিক্স; এল এল বি (অনার্স) এলএলএম (১ ও ২ বছর); বিএ (অনার্স) এবং মাস্টার্স- ইংরেজি, বাংলা, ইসলামিক স্টাডিজ, বিএড (অনার্স); বিএড; এমএড; বি পি ই ডি; এবং এম পি ই ডি (১ বছর) । ৩০% থেকে ৪৫% স্কলারশিপে ডিপ্লোমা ছাত্র-ছাত্রীদের জন্য ভর্তির সুযোগ রয়েছে।
সকল কোর্সে শতভাগ স্বাস্থ্যবিধি মেনে সরাসরি এবং অনলাইনে ভর্তি চলছে।
যে কোন তথ্য জানার জন্য যোগাযোগ: ০১৮৭২৬০৭৩৬০ থেকে ৬৯।