জরুরী বিজ্ঞপ্তি-উত্তরা ইউনিভার্সিটির সকল বিভাগের সকল প্রোগ্রামে ১ম সেমিস্টারের (স্প্রিং ২০২৩ এ ভর্তিকৃত) শিক্ষার্থীদের পাঠদান/ শিক্ষা কার্যক্রম বাই-সেমিস্টার পদ্ধতিতে পরিচালনা প্রসঙ্গে

News&Events

জরুরী বিজ্ঞপ্তি

সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের ২৮ নভেম্বর ২০২২ তারিখের ৩৭.০১.০০০০.১৩২.৯৯.০০২.২১.৮৪১ এবং ১১ ডিসেম্বর ২০২২ তারিখের ৩৭.০১.০০০০. ১৩২.৯৯.০০২.২১.৯১২ নং পত্রের (পত্রদ্বয়ের কপি সংযুক্ত) মাধ্যমে ০১ জানুয়ারী ২০২৩ তারিখ হতে সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বাই-সেমিস্টার পদ্ধতি অনুসরণ এবং OBE এর আলোকে প্রণীত ও মঞ্জুরী কমিশনে প্রেরিত আপডেটেড কারিকুলাম অনুযায়ী শিক্ষা কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেয়া হয়েছে। তদুপরি, বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল আইন, ২০১৭ এর ১৫ ধারার আওতায় প্রণীত বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশনস ফেমওয়ার্ক (BNQF) -এও অনুরূপ বাধ্যবাধকতা রয়েছে এবং দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয় অনুরূপ পদ্ধতি অনুসরণ করছে।

ইউজিসির উপরোক্ত নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে বিগত ২৬ ডিসেম্বর ২০২২ তারিখে বিশ্ববিদ্যালয়ের সকল ডিন, চেয়ারম্যান ও সংশ্লিষ্ট সকলের সাথে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সর্বসম্মতিক্রমে ০১ জানুয়ারি ২০২৩ তারিখ হতে উত্তরা ইউনিভার্সিটির সকল বিভাগের সকল প্রোগ্রামে ১ম সেমিস্টারের (স্প্রিং ২০২৩ এ ভর্তিকৃত) শিক্ষার্থীদের পাঠদান/ শিক্ষা কার্যক্রম বাই-সেমিস্টার পদ্ধতি অনুসরণে ‍পরিচালনার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।

এ প্রেক্ষিতে মঞ্জুরী কমিশনের ১১ ডিসেম্বর ২০২২ তারিখের পত্র মোতাবেক উত্তরা ইউনিভার্সিটির সকল বিভাগের সকল প্রোগ্রামে ১ম সেমিস্টারের (স্প্রিং ২০২৩ এ ভর্তিকৃত) শিক্ষার্থীদের পাঠদান/ শিক্ষা কার্যক্রম বাই-সেমিস্টার পদ্ধতিতে পরিচালনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সকল ডিন, চেয়ারম্যান, কো-অর্ডিনেটর ও প্রশাসনিক অফিস প্রধানসহ সংশ্লিষ্ট সকলকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এ বিষয়ে সংশ্লিস্ট সকলের সহযোগিতা একান্তভাবে কাম্য।

কাজী মহিউদ্দিন

রেজিস্ট্রার

উত্তরা ইউনিভার্সিটি


Loading...