Uttara University Charity for Winter Initiative – 2023

News&Events

ষড়ঋতুর বাংলাদেশে পৌষ ও মাঘ এ দু’মাস শীতকাল। বাংলা ঋতুক্রমে পৌষ মাসে শুরু হয় শীতকাল। প্রকৃতির নিয়মে উত্তুরে হাওয়ায় ভর করে প্রতিবারের মতো এবারও এসেছে পৌষ। গ্রামগঞ্জে শীতবস্ত্রহীন মানুষগুলো বড় কষ্ট করে অতিবাহিত করে শীতার্ত প্রহর। শীত গরীবের কাছে অত্যন্ত দুর্ভোগ ও বিড়ম্বনার। ঠাণ্ডায় প্রাণহানিও শীতকালের নিত্যনৈমিত্তিক ঘটনা। জলবায়ু পরিবর্তনের প্রভাবে সাম্প্রতিক বছরগুলোতে প্রাকৃতিক দুর্যোগের নতুন মাত্রা যোগ করেছে শৈত্যপ্রবাহ। ভৌগলিক অবস্থানগত কারণে উত্তরাঞ্চলে শীত বরাবরই বেশি। হিমালয় পাদদেশীয় এই অঞ্চলে শীত দুর্যোগ হয়ে আবির্ভূত হয়। শীতের আগমন যেন নিম্ন আয়ের মানুষের জন্য অভিশাপ। শীত আসার সঙ্গে সঙ্গে বেড়ে যায় এসব মানুষের বেঁচে থাকার সংগ্রাম.

প্রতিবছরের মতো এইবারও UTTARA UNIVERSITY SOCIAL SERVICE CLUB-UUSSC এবং UTTARA UNIVERSITY BLOOD DONORS CLUB এর সমন্ব্যে এইসব অসহায় মানুষের পাশে দাঁড়াতে চায়। কিন্তু শুধুমাত্র এই সেচ্ছাসেবীদের পক্ষে একা তা করা সম্ভব নয়। তাই এই কার্যক্রমকে সফল করার জন্য সকলের আন্তরিকতা এবং একাগ্রতা শীতবস্ত্র বিতরণের কার্যক্রমকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।

যাদের পুরনো গরম কাপড়, সোয়েটার, জ্যাকেট, কম্বল, চাদর রয়েছে সেগুলো দিয়েও সহায়তা করা যেতে পারে। এছাড়াও আর্থিক সহায়তা প্রদান শীতবস্ত্র বিতরণের কার্যক্রমকে আরও সহজ করে তুলবে এবং আপনার/আপনাদের আর্থিক সাহায্য অথবা প্রত্যক্ষ/পরোক্ষ অংশগ্রহণের মাধ্যমে এই মানবিক কাজকে সফল করবে।

কিভাবে অনুদান পাঠাবেন?

আপনার বাসায় পরিধান উপযোগী পরিষ্কার কাপড় যেগুলো আর ব্যবহার হচ্ছে না, সেগুলো সংগ্রহ করে নিয়ে আসবেন নিজ ডিপার্টমেন্ট এ , আপনার নিজ ডিপার্টমেন্ট এ রয়েছে আমাদের ডোনেশন বক্স, অনুগ্রহ করে আপনার উপহারের কাপড়গুলো ডোনেশন বক্সে জমা রাখবেন , আপনাদের সার্বিক সহযোগিতায় প্রতি ডিপার্টমেন্ট এ সর্বদা রয়েছেন আমাদের ভলেন্টিয়ারা , কোন প্রকার সহোযোগিতার প্রয়োজনে ডোনেশন বক্সে দেয়া ভলান্টিয়ারের নাম্বারে কল দিন।
এছাড়াও আপনার আর্থিক অনুদান প্রেরণ করুন আমাদের উত্তরা ইউনিভার্সিটি সোসাল সার্ভিস ক্লাব এবং উত্তরা ইউনিভার্সিটি ব্লাড ডোনর’স ক্লাব এর প্রদত্ত বিকাশ/ নগদ/ রকেট নাম্বারে (01841487663)


Loading...